নারীর শ্রম ও মেধা কাজে লাগাতে হবে : চবি উপ-উপাচার্য

14

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে বলেছেন, নারীরা শুরু থেকে আজ পর্যন্ত পুরুষের হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, কাঁধে কাঁধ রেখে সভ্যতার মালা গেঁথেছেন। নারীরা প্রতিদিন ঘরে-বাইরে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। পড়ছেন নানা বিড়ম্বনায়। আবার তা উতরিয়ে সামনে এগিয়ে চলছেন। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে নারীর শ্রম ও মেধা কাজে লাগাতে হবে। কিন্তু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শ্রদ্ধাবোধ বাড়াতে না পারলে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো না। তাই নারীবান্ধব শিক্ষাব্যবস্থা, নারীবান্ধব পরিবার, নারীবান্ধব কর্মস্থল, সর্বোপরি নারীবান্ধব দেশ গড়ে তুলতে হবে। তিনি ৭ এপ্রিল সকালে গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) অভিষেক ও প্রীতি সমাবেশে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ বৈঠকখানা মিলনায়তনে আয়োজিত প্রধান অতিথি ছিলেন সমাজহিতৈষী নির্মল কান্তি দেব। সংবর্ধিত অতিথি ছিলেন সমাজসেবক কাজল পাল সিআইপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জয়া দত্ত, মানবকল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজয় দত্ত, অনিতা ঘোষ, গীমাস’র সাবেক সভাপতি সুচিত্রা ধর, রাসকীন চৌধুরী। অধ্যাপক মিটু সাহার সভাপতিত্বে ও বৃষ্টি বণিকের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক শুক্লা দেবী, অধ্যাপক জয়া দত্ত, সোমা নন্দী, লাকী দেবী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী গীতা আচার্য্য, দীপেন মহাজন, মহিমা দেব ত্রয়ী, আনিকা দেবী, রিয়া বণিক, অনন্যা সেন নিপা। বিজ্ঞপ্তি