নারীর ক্ষমতায়নে অনেকদূর এগিয়েছে বাংলাদেশ

19

 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে গত শনিবার নগরীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রোমানা নাসরিন, সৈয়দা সাহিদা সুলতানা, রওশনআরা, সাংগঠনিক সম্পাদক হামিদা বেগম, রেজোয়ানা শারমিন, জান্নাতুল ফেদৌ ডলি, জাহানারা নাজনীন, দপ্তর সম্পাদক এডভোকেট বিবি আয়েশা, মা ও শিশু সম্পাদক মমতাজ বেগম, ধর্ম সম্পাদক সেলিনা আকতার, নারী নেত্রী ফরিদা বেগম নাজমা, নুর নাহার,পারভীন আকতার, এডভোকেট সাইফুন্নাহার খুশী,শীলা চৌধুরী, শারমিন আকতার। এসময় প্রধান অতিথি সাবেক মন্ত্রী মোশারফ হোসেন এমপি বলেন, আওয়ামী রাজনীতি সাথে মহিলা আওয়ামী লীগ জড়িত। মহিলা আওয়ামী লীগ চড়াই-উৎরায় পেরিয়ে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। এমনি এমনি এই প্রতিষ্ঠা পালিত হচ্ছে না। এর পিছনে অনেক অবদান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ।
দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতা সহ সুযোগ সুবিধা প্রদান করছেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নেও অনেকদূর এগিয়েছে বাংলাদেশ।