‘নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব’

8

‘নারী পুরুষ ঐক্য গড়ি, স্মাট বাংলাদেশ চলো গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর মহিলা আ.লীগ। ২৭ ফেব্রæয়ারি বিকেল ৫টায় চট্টগ্রাম শিশু একাডেমী প্রাঙ্গণে ৫৪টি বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়।
পরে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা আ.লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ সরকারের সময় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মমতাজ খান, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী, প্রচার সম্পাদক জেবুনেসা চৌধুরী লিজা, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, শিল্প ও বাণিজ্য সম্পাদক হুরে আরা বিউটি, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমীন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আয়েশা আলম, সদস্য কাউন্সিলর যথাক্রমে তসলিমা নুরজাহান রুবি, শাহীন আক্তার রুজি আনজু আরা, ৪৩ নং ওয়ার্ড নেত্রী কান্তা ইসলাম মিনু, ৪২নং ওয়ার্ড নেত্রী জোহরা বেগম, ৩৮নং ওয়ার্ড নেত্রী ফারজানা শিরিন মুন্নি, ৪০নং ওয়ার্ড নেত্রী আফরোজা খানম, ৪১নং ওয়ার্ড নেত্রী সপ্না আক্তার, ৩৬নং ওয়ার্ড নেত্রী কামরুনাহার বেবী, ৭নং ওয়ার্ড নেত্রী ময়না ফাতেমা, ৩৭নং ওয়ার্ড নেত্রী পারভীন সুলতানা, ৮নং ওয়ার্ড নেত্রী লাভলী বেগম, ৩২ নং ওয়ার্ড নেত্রী তপতী সরকার, ৩৪নং ওয়ার্ড নেত্রী রিপা সরকার, ১৬নং ওয়ার্ড নেত্রী মেহেরনেসা মিন্টু, শিল্পী বড়–য়া, জাহানারা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি