নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে মুশফিক-তামিমদের আহ্বান

23

গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারীদের ওপর ধর্ষণ ও ভয়াবহ নির্যাতনের কারণে রাগে-ক্ষোভে ফুঁসছে দেশের জনগণ। ধর্ষক-নির্যাতকদের শাস্তি ও প্রতিহত করতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছে অসংখ্য শ্রেণি-পেশার মানুষ।
দেশের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়ানো ধর্ষকদের বিচারের দাবি এবং সহিংসতা বন্ধ, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষদের পাশাপাশি শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো তারকারা নারীদের সম্মান-নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভক্ত-সমর্থকদের আহŸান জানান।
মুশফিকুর রহিম: গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।
মাহমুদউল্লাহ রিয়াদ: এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই।
মুমিনুল হক: চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।
তামিম ইকবাল: নিজ নিজ পরিবারের নারী সদস্যদের কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।
সৌম্য সরকার: নারীকে সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।