নারীদের মিছিলে সাংবাদিকদের পেটালো তালেবান

1

কাবুলে নারীদের অধিকারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করার সময় বেশ কয়েকটি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তালেবান।
বৃহস্পতিবার শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের পাশে প্রায় ২০ জন নারীর একটি দল এই মিছিলে অংশ নেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। বিভিন্ন রঙের হিজাব পরে মিছিলে অংশ নেওয়া নারীরা ¯েøাগান দেন, ‘শিক্ষাকে নিয়ে রাজনীতি করবেন না’। কয়েকজন নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের কাজ ও শিক্ষার অধিকার নেই’, ‘বেকারত্ব, দারিদ্র্য ও ক্ষুধা’।
এএফপি সাংবাদিক জানান, তালেবান কর্তৃপক্ষ নারীদের প্রায় দেড় ঘণ্টা বিনা বাধায় মিছিল করতে দেয়। তবে এক বিদেশি সাংবাদিককে রাইফেলের বাট দিয়ে আঘাত করেছে এক তালেবান যোদ্ধা। ওই আলোকচিত্রী সাংবাদিককে লাথি মারেন ওই যোদ্ধা। একইসঙ্গে পেছন থেকে আরেক যোদ্ধা তাকে ঘুসি মারেন। আরও অন্তত দুই সাংবাদিক পিটিয়েছে তালেবান যোদ্ধারা।