নারীঅধিকার আন্দোলনের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

4

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সমাজ সংস্কারক, নারীশিক্ষা ও নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ, আমাদের শুদ্ধ চেতনার উদগাতা পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবসে এক সাহিত্যসন্ধ্যা গত শুক্রবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি নৃপেন চক্রবর্তী, কবি সমরেন্দ্র দাশগুপ্ত, রাজীব ঘাঁটি, অধ্যক্ষ আবু তৈয়ব, রাজনীতিবিদ ও কবি মো. জোবায়ের, আয়োজক সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, সংগীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা, সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন যিনি সকল ধর্মান্ধতা, কু-সংস্কার, অবিচারের বিরুদ্ধে প্রচন্ড শক্তিতে সমাজকে জাগিয়ে তুলেছেন, যাঁর হাত ধরে নারীরা জ্ঞানের রাজ্যে প্রবেশ করলেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক, আধুনিক ব্যাকরণের রূপকার, নারীশিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিজ্ঞপ্তি