নামিবিয়া ক্রিকেট টিমে প্রোটিয়া অলরাউন্ডার

8

সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে মাঠ মাতাবেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ওয়াইস। এখনো নামিবিয়ার হয়ে অভিষেক হয়নি ওয়াইসের। এর ওপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলও ঘোষণা করেনি নামিবিয়া। কিন্তু বিশ্বকাপে তার খেলা নাকি পাকাপোক্ত। বিষয়টি নিশ্চিত করেছেন নামিবিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী জোহান মুলার। ডেভিড উইসের বাবার জন্মস্থান নামিবিয়া। তাই পৈত্রিকসূত্রে নামিবিয়ার নাগরিক হিসেবে সেই দেশের হয়েই নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন ৩৬ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার। উল্লেখ্য, ২০১৬ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইসে। প্রোটিয়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৬ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ।