নাপসা-বাংলাদেশের মানববন্ধন সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি

8

 

সিআরবিতে ইউনাইটেডের সাথে রেলওয়ের হাসপাতাল নির্মাণচুক্তি সম্পূর্ণ সংবিধানবিরোধী। অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। গত বৃহস্পতিবার নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা-বাংলাদেশ) আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
নগরীর সিআরবি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আলমগীর নূরের সভাপতিত্বে ও মহাসচিব মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, গবেষক ও মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক জাহিদুল করিম কচি, সংগঠক এম এ হাশেম রাজু, শ্রমিকনেতা সিদ্দিকুল ইসলাম, ড্যাব মহানগর সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালি, সংগঠক হাসান মারুফ রুমি, এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার, নাপসা-বাংলাদেশ’র প্রধান সমন্বয়কারী মর্জিনা আক্তার লুচি, ভাইস চেয়ারম্যান মো. নুরুন্নবি চৌধুরী নুরু, আব্দুল হালিম স্বপন, সাব্বির আহমদ ও শাহাদাত হোসেন স্বপন, যুগ্ম মহাসচিব আরিফ মেহেদী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মো. ইব্রাহিম বাবুল, শফিকুর রহমান, সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও মো. শাহাব উদ্দিন, সহকারী যুগ্ম মহাসচিব পারভিন আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শিব্বীর আহমদ ওসমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন ও মো. ওসমান গণি, শ্রম সম্পাদক নাছির মেম্বার, সহ-পরিবশে বিষয়ক সম্পাদক মো. মঈনুদ্দিন ও সম্পাদক মো. আলী সুমন, মহানগর আহŸায়ক হারুন কাকল, কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, নুরুল হক, সহ-সাংগঠনিক রিদুয়ানুল হক রিদু, সিনিয়র সদস্য ইউসুফ সিকদার, শফিকুর রহমান, হাসান সিকদার, কাজী আরমান মাহমুদ, আব্দুর রহিম, আব্দুল হাকিম, মনিরুজ্জামান টিটু, মাঈন উদ্দিন খান রাজীব, মনিরুজ্জামান মুরাদ, মো. আরশে আজিম আরিফ, রমজান আলী মুরাদ, আবু বক্কর সিদ্দিকী, মাসুদ, নাসিম উদ্দিন খান আকবর, হাফেজ মো. সেলিম, মো. আইয়ুব খান, মো. মোস্তাফিজুর রহমান ভুলু, মজিবুর রহমান, শহিদুল আমিন রনি, আহমেদুল ইসলাম, বুলবুল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি