নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা

28

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের অনুমোদিত নবাগত ম্যানেজিং কমিটির প্রথম সভা গত ২৮ নভেম্বর সন্ধ্যায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি, জেলা আ.লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক, কমিটির সদস্য সচিব মুহাম্মদ শাহাজাহান, শরীফ উল্লাহ ছিদ্দিকী, সৈয়দ আলী আজগর, মোহাম্মদ গিয়াস উদ্দীন, রিটন বড়ুয়া, রুমা দাশ, আবদুর রহিম চৌধুরী, শান্তি কুমার বড়ুয়া, মাহাবুবুল আলম রিমু। সভায় সকলের সর্ব সম্মিতক্রমে মাহাবুবুল রিমুকে শিক্ষানুরাগী সদস্য করা হয়।
সভায় বিদ্যালয়ের সভাপতি, জেলা আ.লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের বলেন, নানামুখী সিদ্ধান্ত গৃহীতের কারণে বিদ্যালয়ে শিক্ষার মান বেড়েছে। এ বছর ১৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তিনি বিদ্যালয়ে শিক্ষার মান অব্যাহৃত রাখাসহ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সকলের সহযোগিতা কামনা করেন। গত ২৪ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত উক্ত কমিটি দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়।