নানিয়ারচরে মিথ্যা হত্যাচেষ্টা মামলা করায় কারাদন্ড

36

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করায় ঐ মামলার বাদিকে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এন.এম. মোর্শেদ খানের আদালত এই রায় দেন। বাদি ইসমাইলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মনজুরুল ইসলাম জানান, ২০১৩ সালের ২৮ মে নানিয়ারচর থানায় মোঃ ইসমাইল বাদি হয়ে তার মেয়ে সুরমা আক্তারকে (১৩) হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। ২০১৩ সালে ২৫ নভেম্বর চার্জশিট দাখিলের পর ২০১৫ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।
সাক্ষ্য শেষে গত ১৯ নভেম্বর ওই মামলার রায়ে আসামিরা খালাস পান। কিন্তু মামলার সাক্ষিদের সাক্ষ্যে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় রায় ঘোষণার দিনেই বাদিকে শোকজ করেন বিচারক। কেন মিথ্যা মামলা দায়ের করেছেন তার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। বাদির দেয়া ব্যাখ্যার উপর শুনানি শেষে বৃহস্পতিবার বাদির বক্তব্য গ্রহণযোগ্য না হওয়ায় মিথ্যা মামলা দায়ের করায় বাদি ইসমাইলকে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ২৫০ (২), (৫) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির নির্দেশ দেন আদালত।