নানাবাড়িতে প্রথম ইনিংসে ব্যর্থ সাইফ

16

মায়ের বাড়ি শ্রীলঙ্কায়। এই কারণে দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্কের টান রয়েছে পেসার সাইফ হাসানের। গতকাল নানার দেশে খেলতে নেমেছেন সাইফ। তবে সেই ম্যাচের প্রথম ইনিংসে কিছুই করতে পারলেন না ২২ বছর বয়সী এ ওপেনার। মাত্র ছয় বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেছেন ‘শ্রীলঙ্কার নাতি’ এই ব্যাটসম্যান। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম পাঁচ বল ডট খেলার পর শেষ বলটি আঘাত হানে তার পায়ে। শ্রীলঙ্কানদের জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে ম্যাচের প্রথম রিভিউ নিয়ে সাইফের বিদায় ঘণ্টা বাজান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে, শূন্য রানে ফিরতে হয় সাইফকে। সাইফের বাবা হাসান রেজা বাংলাদেশি কিন্তু মা একজন শ্রীলঙ্কান। সাইফের বাবা সৌদি আরবে থাকা অবস্থায় দুজনের পরিচয়। সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুজন। এমনকি সাইফ জন্মের পর থেকে সৌদি আরবেই ছিলেন তারা। পরে সাইফের বয়স যখন ১০ হয়, তখন বাংলাদেশে ফিরে আসে তার পরিবার। দেশে ফিরেই ছেলেকে ধানমন্ডির একটি একাডেমিতে ক্রিকেট অনুশীলনে ভর্তি করিয়ে দেন বাবা হাসান রেজা। শুরু থেকেই অমিত সম্ভাবনাময় সাইফ ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বও দিয়েছেন।