নাজিরহাটে হেফাজতের আমীর বাবুনগরী সংবর্ধিত

115

হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী তার নিজ এলাকা ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় সংবর্ধিত হয়েছেন। ফটিকছড়ি তৌহিদী জনতা ঐক্য পরিষদের ব্যানারে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। গত ২৫ নভেম্বর নাজিরহাট বাজারের চাউলহাট মসজিদ সংলগ্ন গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের ধর্ম ইসলাম, আমরা জাতি হিসেবে মুসলমান, আমাদের নবীর নাম মুহাম্মাদ (স.), আমাদের সংবিধান হচ্ছে আল-কোরআন, আমাদের প্রভু আল্লাহ। এ আকীদায় যারা বিশ্বাসী, তারাই আস্তিক এবং মুসলমান। যারা এ আকীদা বিশ্বাস করে না, তারা নাস্তিক এবং বেইমান। তিনি আরো বলেন, আমরা নবীকে ব্যঙ্গ করার প্রতিবাদে কিছুদিন আগে ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের জন্য হেফাজতের ব্যানারে ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছিলাম। একদিনের মাথায় ৪-৫ লাখ মানুষের সমাগম দেখে আমার প্রতীয়মান হয়েছে- সমস্ত মুসলমানদের অন্তরে প্রিয় নবীর মহব্বত আছে। আমরা সেই নবীর উম্মত। আর সেই নবীর সাথে বেয়াদবি করলে মুসলমানরা কি আর ঘরে বসে থাকতে পারে। তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরাও কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি না। আমরা নবী মুহাম্মদের এজেন্ডা বাস্তবায়নেই অঙ্গীকারবদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম জারি করার এজেন্ডাই আমাদের মুখ্য উদ্দেশ্য। নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান কাশেমীর সভাপতিত্বে এবং মাওলানা আবু মাখনুন মুহাম্মদ বাবুনগরীর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা হাবিবুল্লাহ নদভী, মুফতি হারুন আজিজি নদভী, হাফেজ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা মাহমুদ শাহ, মুফতি শওকত বিন হানিফ, মুফতি খালেদ, ক্বারী আবু সাঈদ, ইউসুফ আনছারী, মুফতি আব্দুল হাকিম, মুফতি আইয়ুব প্রমুখ।