নাজিরহাটে মাতৃভাষা দিবসের আলোচনা সভা

27

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে গত ২১ ফেব্রূয়ারি ফটিকছড়ি পৌরসভায় ডা. ছৈয়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রূয়ারি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ শাইরাপাড়ায় স্মৃতি সংসদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহŸায়ক আলহাজ সরোয়ার আলমগীর। প্রধান আলোচক ছিলেন ডা. ছৈয়দুর রহমান স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ এমরান হোসেন। শামসুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আবু তৈয়ব, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক নাজিম উদ্দিন শাহীন, ফটিকছড়ি পৌরসভা আহবায়ক ফরিদুল আলম, নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী, মুনসুর আলম চৌধুরী ও মাসুদ সরোয়ার। মুহাম্মদ রাসেল উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফুল আনোয়ার চৌধুরী অভি, আহমদ রশিদ চৌধুরী, বেলাল বিন নূর, ইয়াকুব শহিদ, মুহাম্মদ মামুন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মহিউদ্দীন মেসি, নাজিম উদ্দিন, মুহাম্মদ লোকমান, নাছির উদ্দিন, মুহাম্মদ রফিক উদ্দিন নাসির উদ্দিন, জমির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। এতে সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।