নাজিরহাটে নির্মিত হবে ১শ শয্যার হাসপাতাল : এমপি নজিবুল বশর

40

 

বর্তমান সরকারকে স্বাস্থ্য বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন ফটিকছড়ির এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, দেশে প্রতিটি সেক্টেরে উন্নয়ন সাধিত হচ্ছে । এরেই ধারবাকিতায় নাজিরহাটে অবস্থিত ফটিকছড়ি উপজেলা ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রথমে ৫০শয্যা হাসপাতালে রূপান্তিরিত হয় এ সরকারে আমলে। এখন ১শত শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত হবে । সেখানে থাকবে নতুন কয়েকটি ভবন। অচিরে কাজ শুরু হবে। এ জন্য এলকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
এমপি নজিবুল বশর আরো বলেন, হাসপাতালের পুরাতন ভবনটি ভেঙে কাজ ধরবে সংশ্লিষ্ট ঠিকাদার। তাই কিছুদিনের জন্য ফটিকছড়ি ২০শয্যা হাসপাতালে উপজেলা স্বাস্থ্য সেবা কার্যক্রম চলবে । বৃহত্তর স্বার্থে স্থানীয় এলাকাবাসীকে অস্থির না হয়ে ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেওয়ার অনুরাদ জানিয়ে এমপি বলেন, নাজিরহাটে ১শত শয্যা হাসপাতাল নির্মিত হয়ে গেলে পুনরায় সেখানে উপজেলা স্বাস্থ্য সেবা চালু হবে। ৪ এপ্রিল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি থানা ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানা ওসি হেলাল উদ্দিন ফারুকী, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজুদ্দৌলা, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, শাহ জালালসহ প্রমুখ।