নাগরিক বার্তার প্রকাশনা অনুষ্ঠান

25

নাগরিক বার্তার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আমাদের সোনালী দিনের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যে জাতির ইতিহাস যত সমৃদ্ধ, সে জাতির ভিত্তি হয় তত মজবুত। আমাদের পূর্বপুরুষরা প্রায় হাজার বছর ধরে এই ভারতবর্ষ শাসন করেছিল। তাদেরই উত্তরসূরী আমরা। বর্তমান প্রজন্মের অনেকে সে ইতিহাস সম্বন্ধে জানে না। গত ১৮ অক্টোবর বিকাল ৪টায় আদর্শ নাগরিক ফোরামের ব্যবস্থাপনায় স্টেশন রোডস্থ রফিক মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ‘পিপলস ভিউ’ সম্পাদক ওসমান গণি মনছুর।
এডভোকেট নূমান আসকারী দীদারের পরিচালনায় সভাপতিত্ব করেন লায়ন শামসুদ্দীন আহমদ সিদ্দিকী পিএমজেএফ। প্রধান আলোচক ছিলেন প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নাগরিক বার্তা সম্পাদক এম ওসমান গণি। বক্তব্য দেন মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, আদর্শ নাগরিক ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইউম, সাংগঠনিক সম্পাদক মিসেস সাঈদা বেগম, অর্থ সম্পাদক ডা. সৈয়দ আসিফুর রহমান, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. খোরশেদুল আলম চৌধুরী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শাহাবুদ্দীন মজুমদার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সালমা বেগম, আনোয়ারা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল নূর চৌধুরী, ইঞ্জিনিয়ার রফিউল ইসলাম, মীর মোহাম্মদ গিয়াসুদ্দীন ও সগীর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি