নাইট ক্লাবে যাওয়া বন্ধ মেসি-নেইমারদের!

7

খেলোয়াড়দের অনিয়ন্ত্রিত জীবনযাপনের রাশ টেনে ধরতে নতুন কিছু নিয়ম চালু করেছে পিএসজি। এর মধ্যে নাইট ক্লাবে পার্টি করার ওপর নিষেধাজ্ঞা একটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’- এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্যারিসের নাইট ক্লাবগুলোতে খেলোয়াড়দের পার্টি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন পিএসজির পরিচালক কাম্পোস। এমনকি কোনো খেলোয়াড় পার্টি করতে যাচ্ছেন কি না সে ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্যও ক্লাবের কর্তাব্যক্তিদের জানিয়ে রেখেছেন তিনি। এর আগে পিএসজির প্রধান কোচ হিসেবে যোগ দিয়েই ক্লাবে কড়া হেড মাস্টারের মতো কিছু নিয়ম চালু করেছেন গালতিয়ের। এর মধ্যে অনুশীলনে দেরি করে এলে বাসায় ফেরত পাঠিয়ে দেওয়ার মতো বিষয়ও আছে। এছাড়া খাবার টেবিলে মোবাইল নিয়ে বসাও নিষিদ্ধ করেছেন তিনি। ফরাসি কোচের মতে, দলের সবাই একসঙ্গে খেতে বসে মোবাইলে ব্যস্ত করা থেকে একে অন্যের সঙ্গে বিভিন্ন ব্যাপারে আলোচনা করলে সবার মধ্যে সম্পর্ক ভালো থাকবে।