নাইজেরিয়ার তেল সমৃদ্ধ ডেল্টায় ৪ পাইপলাইন কর্মীকে হত্যা

2

 

নাইজেরিয়ার ডেল্টা অঞ্চলে ইতালির বৃহৎ তেল কোম্পানি এনির নাইজেরীয় সহায়ক সংস্থা আজিপের মালিকানাধীন একটি তেল পাইপলাইন রক্ষণাবেক্ষণে নিয়োজিত চার কর্মীকে হত্যা করেছে বন্দুকধারীরা। নাইজেরিয়ান সিকিউরিটি এন্ড সিভিল ডিফেন্স কোরের স্থানীয় মুখপাত্র সলোমন ওগবেরে বার্তা সংস্থা রয়টার্সকে এ ঘটনার কথা জানিয়েছেন।
তিনি জানান, নাইজেরিয়ার বেয়েলসা প্রদেশের নেমবে স্থাপনায় দুই কর্মী, এক গাড়িচালক ও একজন নিরাপত্তা রক্ষীকে হত্যা করেছে বন্দুকধারীরা। রবিবার ওগবেরে বলেন, ‘দৈনন্দিন কাজ চলাকালে গতকাল কিছু বন্দুকধারী নেমবে স্থাপনার ওবামা ফ্লো স্টেশনে চুক্তিভিত্তিক শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাদের দুই জন ও এক চালককে হত্যা করে।’ এ সময় তার বাহিনীর এক রক্ষী নিহত ও আরও দুই জন আহত হন বলে জানিয়েছেন তিনি। আহত রক্ষীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনির স্থানীয় অংশীদার আজিপের মুখপাত্র তৎক্ষণাৎ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।