নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে হাত ধোয়ার বেসিন স্থাপন

73

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদে স্থায়ী হাত ধৌতকরনের জন্য বেসিন স্থাপন করা হয়েছে। শনিবার উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রবেশ মুখে এই কাজের উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার। এসময় তিনি নিজে সাবান দিয়ে হাত ধৌত করে পরিষদে জরুরী কাজে আসা লোকজনকেও নিয়মিত হাত ধৌতকরনের পরামর্শ দেন। সদর ইউনিয়ন পরিষদের সচিব ছৈয়দ আলম জানান, করোনা ভাইরাস সংক্রমণকালীন সময়ে জনগুরুত্বপূর্ণ স্থান হিসেবে ইউনিয়ন পরিষদে বেসিন স্থাপন সময়োপযোগী কাজ। এতে করে বর্তমান সময়ে জরুরী প্রয়োজনে বা ত্রাণের জন্য পরিষদে আসা মানুষ হাত, মুখ ধুয়ে পরিষদে কাজ সম্পাদন করতে পারবেন। এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম কাজ হচ্ছে হাত ধোয়া। পরিচ্ছন্ন থাকলে নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যরাও নিরাপদ থাকবে।