নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুমে বন্যাকবলিত মানুষের পাশে ওসি

5

বান্দরবান প্রতিনিধি

কোন দলীয় নেতা বা নির্বাচিত জনপ্রতিনিধি নন। কেবল মানবিকতার টানে টানা বর্ষণে পাহাড়ী ঢলে তলিয়ে যাওয়া অসহায় মানুষদের মাঝে দাঁড়িয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার মানবিক পুলিশ কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ৭০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। এসব বিতরনে সার্বিক তত্ববধানে ছিলেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর। এ সময় ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন, এসআই আল আমিন, ইউপি সদস্য দিল মোহাম্মদ, শফিকুল ইসলাম, মো. আলম, ইউপি সদস্যা আনোয়ারা, শিক্ষক ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।