নাইক্ষ্যংছড়িতে বিএটিবির নিরাপদ পানি প্রকল্প উদ্বোধন

44

নাইক্ষ্যংছড়িতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)র উদ্যোগে দেশের ১০৯তম আর্সেনিকমুক্ত সুপেয় পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বান্দরবানের প্রকল্পটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। এসময় বিএটির প্রবাহ এ প্রকল্পের প্রশাংসা করে আগামীতে পাহাড়ে পানি সংকট রোধে সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন জেলা প্রশাসক। ত্তরাঞ্চলে এ প্রকল্পটি চালু থাকলেও এটিই পাহাড়ের প্রথম আর্সেনিকমুক্ত পানি শোধানাগার। অন্তত ৫ হাজার মানুষের জন্য সুপেয় পানির সংকট দূর হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মারমা, বিএটিবির চট্টগ্রাম ডিভিশনার ম্যানেজার মামুনুর রশিদ, রিজিয়ন্যাল ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম নাছিম, নাইক্ষ্যংছড়ি লীফ এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রমুখ।