নাইক্ষ্যংছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির কর্মশালা

14

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাৎসরিক ইউনিয়ন এমএসপি গঠন ও পরিকল্পনা ২০২০- ২০২১ প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ উদ্যোগে এবং লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহায়তায় কর্মশালার আয়োজন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি। গত রবিবার উপজেলা সমন্বয়কারি কারিতাস লিন প্রকল্প কর্মকর্তা লাপ্রাড ত্রিপুরার সঞ্চালনায় কর্মশালায় নাইক্ষ্যংছড়ি ২৭০নং মৌজার হেডম্যন বাচাছিং চাক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফ্যামিলি টেটর নিউট্রিশন এন্ড ওয়্শ বোচাই মংচাক, উপজেলা প্রাণী সম্পদ সহকারি কর্মকর্তা মো. ছৈয়দ নুর, উপজেলা উপসহকারি কর্মকর্তা মুহিবুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি ২৭০ মৌজার হেডম্যন বাচাছিং চাক, নাইক্ষ্যংছড়ি সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, তাতু বড়ুয়া, ইউপি সদস্য ছৈয়দ আলম, ইউপি সদস্য আরিফ উল্লাহ চুট্্রু, ইউপি সদস্য শমশুল আলম, ফয়েজ আহমদ, ছালাথোয়াই চাক মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম, রহিমা বেগম, লায়লা বেগম, সাবেক ইউপি সদস্য মির আহমদ প্রমুখ।