নাইক্ষ্যংছড়িতে আইন শৃংখলা কমিটির সভা

16

 

মাদক, অবৈধ স-মিল চোরাইকাঠ বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটি। গত ১৪ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। এতে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ খাইরুল বশর, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার। এদিকে উপজেলা আইন-শৃংখলা কমিটি সভায় বক্তারা বলেন, বর্তমানে নাইক্ষ্যংছড়িতে মানুষ শান্তিতে ঘুমোতে পারছে। দলাদলি কমে গেছে। প্রশাসনের প্রতিটা সেক্টর উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, উপজেলা চেয়ারম্যান ঘুমধুম কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রসারে তৎপর রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য উন্নয়নের পাশাপাশি উপবন পর্যটন লেককে নিজ সন্তানের মতো গড়ে তুলে পর্যটন শিল্পকে প্রসার ঘটাচ্ছেন। বক্তারা বলেন, বিজিবির ১১ ও ৩৪ কতৃপক্ষ সীমান্ত সুরক্ষা ও মাদক উদ্ধারে সফলতা দেখাচ্ছেন। বিশেষ করে থানা পুলিশের অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলারক্ষা ও মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করায় পরপর ৬ বার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। বক্তারা আরো বলেন, উপজেলার আনাচে-কানাচে ব্যঙ্গের ছাতার মতো গজে উঠেছে অসংখ্যা স-মিল আর ইট ভাটা। বিশেষ করে বাইশী ও ঘুমধুমে এসব হচ্ছে বেশী। যা রাস্তা-ঘাট নষ্ট হচ্ছে। আর সর্বত্র পাহাড় কাটা হচ্ছে আশঙ্কাজনক হারে। বালু দস্যুরাও থেমে নেই। তাই এসব অপতৎপরতার বিরুদ্ধে দ্রুত অভিযান শুরুর সিদ্ধান্ত হয় কমিটির এ সভায়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবসার, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম ও সোনাইছড়ির চেয়ারম্যান এ্যানিং মার্মা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সিরাজুল হক, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজলসহ কমিটির সদস্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।