‘নভেম্বরে শুরু হবে পারমাণবিক আলোচনা’

6

 

২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ছয় বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের আলোচনা নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক। বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় এই তথ্য জানানা আলি বাগেরি কানি। আলোচনা শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। তিন বছর আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।
চুক্তিটি ফের সক্রিয় করতে গত এপ্রিলে আলোচনা শুরু হয়। কিন্তু জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নির্বাচিত হওয়ার পর আলোচনা স্থগিত হয়ে যায়।