‘নবী করিম (দ:)’র আদর্শ জীবন অনুসরণ করার আহবান’

38

 

রাউজান : রাউজানে গাউসিয়া কমিটি বাংলাদেশ ৮নং কদলপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গত ৯ অক্টোবর স্বাগত মিছিল লস্কর উজির দিঘির পাড় হতে শুরু হয়ে কদলপুরের উত্তরপ্রান্ত নাতোয়ান বাগিছা প্রদক্ষিন করে পুনরায় কদলপুর খানকা শরিফে এসে শেষ হয়। জুলুস শেষে কদলপুর খানকা শরিফে বিশাল রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স ও কদলপুর হেফজখানার সালনা জলসা অনুষ্ঠিত হয়। কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহম্মেদ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আল আযহারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী, পাহাড়তলি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, উদ্বোধক ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী। দাওয়াতে খাইর পরিচালনা করেন সাদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের ইসলামী ইতিহাসের বিভাগীয় প্রধান আল্লামা জালাল উদ্দিন আল আযহারী ছাহেব। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী খোরশেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন সুমন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মাওলানা সৈয়দ রফিক উদ্দিন ফারুকী, সংগঠনের সহ সভাপতি আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী, মাওলানা মফিজুল হক আলকাদেরী, মাওলানা এমরান হোসেন মাসুম, আবু তাহের, ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শওকত হোসেন, মোহাম্মদ আবু তাহের, ছৈয়্যদ মিয়া, আব্দুস সবুর, মাওলানা আব্দুল করিম, মোহাম্মদ আব্দুছ ছাত্তার, মাওলানা আবু ছৈয়দ, আব্দুল জলিল, মাওলানা রফিকুল ইসলাম, কাজী আবুল হাসান হারকানি, আনিসুল ইসলাম টুকলু, মাওলানা মারুফ উদ্দীন, রবিউল হোসেন শাহ, হামিদুল ইসলাম, ইয়াসিন আরফাত, আলমগীর রাসেল, আরমান উদ্দীন শাহ, কাইসার পারভেজ পিপুল, মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ বাপ্পি শাহ, মাওলানা হোসেন, আরিফুল ইসলাম টিপু, কাজী কায়েস, কাজী শিহাব, জয়নাল আবেদীন, মোহাম্মদ আরেফিন, জাহেদুল ইসলাম, আলমগীর শাহ, মুহাম্মদ মুহসিন প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবীর (দ.) স্মৃতিময় মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি বের করা হয়েছে। গত ৯ অক্টোবর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে চন্দ্রঘোনা লিচুবাগান থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে প্রায় শতাধিক মোটরসাইকেল, অর্ধশত পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে তীব্র বৃষ্টি উপেক্ষা করে প্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সুন্নী জনসাধারণ অংশ নিয়েছে। র‌্যালিটি কাপ্তাই সড়কের বিভিন্ন স্টেশন প্রদক্ষিণ করে পোমরা খাঁ মসজিদ প্রাঙ্গনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ’র চেয়ারম্যান আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাওলানা করিম উদ্দিন হাসানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ। স্বাগত বক্তব্য রাখেন র‌্যালি প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা করিম উদ্দিন নুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওনালা রুহুল আমিন আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আলকাদেরী, অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়্যবী, মাওলানা মুজিবুর রহমান নেজামী, অধ্যক্ষ মাওলানা জরিফ আলী আরমানী, মাওলানা আব্দুল মান্নান রেজভী, মাওলানা ইলিয়াস আহমদ নঈমী, আজিম উদ্দিন আহমেদ, উপজেলা গাউসিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন, কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সভাপতি এইচ এম শহিদুল্লাহ, উপজেলা যুবসেনার সাবেক সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ, বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাখসুদুল আলম তৈয়্যবী, মাওলানা সালাউদ্দিন নেজামী, যুবনেতা আলতাফ হোসেন, মুফতি মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল কাদের মাস্টার, মুহাম্মদ নুরুল আলম জহির, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, লোকমান জেহাদী, দিদারুল আলম, এইচ এম ফরিদ, মুহাম্মদ আব্দুল খালেক, শাহ এমরান রনি, জয়নাল আবেদিন প্রমুখ। শেষে মিলাদ-কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
কর্ণফুলী : জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবীর (দ.) স্মৃতিময় মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এক র‌্যালি বের করেছে কর্ণফুলী উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ। সম্প্রতি উপজেলার মইজ্জেরটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে বের হয়ে র‌্যালিটি বের করা হয়। সেখানে সংক্ষিপ্ত সভা শেষে র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে চত্বরে এসে মিলাদ-কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এরআগে কর্ণফুলী উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি মনজুরুল আলম মনজুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠি হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটির দাফন কাফন কমিটির প্রধান সমন্বয়ক এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার। এতে বিশেষ অতিথি শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উদ্বোধন করেন মৌলানা আবদুল্লাহ এরশাদ কুতুবী। হাসান ইলিয়াছ মুন্সি, আহমদ হোসেন নিজামী, খোরশেদ আলম, শাহাদাত হোসেন রুমেল, মো. নুর মোহাম্মদ, ইউনুস, নুরুল আবছার আজাদ, মোহাম্মদ জামাল, নজরুল ইসলাম, মোহাম্মদ আবু সাদেক প্রমুখ।
চন্দনাইশ : পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চন্দনাইশে পৃথক জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। গত ৯ অক্টোবর চন্দনাইশ পৌরসভা সদরস্থ শাহ আমিন উল্লাহ (রাহ.) জুলুস উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা মাজার চত্ত¡রে জাহাঙ্গীর মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, অধ্যক্ষ আবুল কাশেম আনচারী, আহবায়ক সৈয়দুল হক, মাসুদ পারভেজ, মেজবাহ উদ্দিন, বেলাল উদ্দিন চৌধুরী, আলমগীরুল ইসলাম বঈদী, আবু ইউছুপ নুর, গোফরানুল হক, হাফেজ যথাক্রমে মো. কামাল উদ্দিন, আবদুল কাদের, রিদুয়ান সাঈদ, মো. ফোরকান, নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন, মো. এরশাদ, এনামুল হক, মো. রিমন, আবু বক্কর, মো. মানিক, মো. হাসান, মো. মনছুর, মো. সাকিব, আনছার উদ্দিন, মোকতার আহমদ, মো. দুলাল, মো. সবুজ, মো. হাফিজ, নাছির উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা নবী করিম (দ.) আর্দশ জীবন অনুসরণে নিজের চরিত্র গঠনসহ নিজেকে সে হিসেবে তৈরি করার আহবান জানান। এদিকে বাদামতল এলাকা থেকে আনোয়ারা ওষখাইন কানু বাবার অনুসারিদের বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে। অপরদিকে কাঞ্চননগর মস্তান আলী শাহ (রা.) মাজার এলাকা থেকে অপর এশটি র‌্যালি কাঞ্চননগর ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে।