‘নবীর দেশে’ বইয়ের মোড়ক উন্মোচন

5

হাটহাজারী প্রতিনিধি

তরুণ লেখক ও ছড়াকার মুহাম্মদ এমদাদ উল্লাহর সীরাত বিষয়ক ছড়াগ্রন্থ ‘নবীর দেশে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি হাটহাজারী পৌরসভার নূর মসজিদের দক্ষিণে হাতিনার দীঘির পাড়স্থ বাংলা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান বাংলাবাড়ি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বইটির লেখক ছড়াকার মুহাম্মদ এমদাদ উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব। মাওলানা মুহাম্মদ যুবাইর খানের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, রহিমপুর দারুল কোরআন মাদ্রাসার সহকারি পরিচালক মুফতি মাসউদুর রহমান চৌধুরী, মাওলানা ইবরাহীম নূর ও মাওলানা হাবীব আনওয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বলেন, আমাদের শিশুদের বইপাঠে অভ্যস্থ ও উদ্বুদ্ধ করতে হবে। কারণ বই পড়ে কেউ দেওলিয়া হয় না। আর শিশুদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই তাদের হাতে ছড়া-গল্প ও আদর্শিক বই তুলে দিতে হবে। পাশাপাশি জীবনে সফল হতে চাইলে প্রচুর বই পড়তে হবে, সাধনা করতে হবে। কারণ শুধু একাডেমিক পড়াশোনা আপনাকে পরিপূর্ণতা দিতে পারবে না।