নবীপ্রেম মানুষকে নৈতিকতা শেখায় : মনজুর আলম

37

মহররম এর তাৎপর্য নিয়ে শীতলপুর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে শোহাদায়ে কারবালা মাহফিল। মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দশ দিনব্যাপী আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে মাহফিল সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এম মনজুর আলম বলেন, ‘আহলে বায়তকে সম্মান ও শ্রদ্ধা জানানোর উত্তম মাধ্যম হচ্ছে রাসূল (দ.) এর উপর স্মৃতিচারণ, জীবনাদর্শ ইত্যাদি নিয়ে আলোচনা করা। মহানবীর প্রতি ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়ে আহলে বায়ত ধর্মের যে আলোকবর্তিকা প্রজ¦ালন করেছে তা আমাদের জন্য অনুকরণীয়। মহানবী ও তার দৌহিত্র ইমাম হাসান হোসাইন (র.) সহ ইসলামের প্রাণপুরুষ যারা যুগ যুগ ধরে ধর্মীয় অনুশাসন মানুষকে শিখিয়ে গেছে তা প্রত্যেক মুসলমানের জীবনধারায় চর্চা করা রাসূল প্রেম ও ঈমানের অত্যাবশ্যক বিষয়।’
প্রধান আলোচক ছিলেন খাজা কালুশাহ সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলা আবুল কালাম আমিরী, আলোচক ছিলেন মসজিদে তৈয়বিয়ার খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান, শীতলপুুর গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম ইব্রাহিম আল কাদেরী, হাফেজ মাওলানা মো.ফারুক, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। শোহাদায়ে কারবালা মাহফিল চলবে ১০ মহররম পর্যন্ত। বিজ্ঞপ্তি