নবরূপে সেজেছে চট্টগ্রাম

19

নিজস্ব প্রতিবেদক
সড়কের দুই পাশে পোস্টার-ব্যানার, ফেস্টুন। সড়কে আঁকা হয়েছে আলপনা। রঙে রঙিন চারপাশ। প্রধানমন্ত্রীকে বরণে নবরূপে সেজেছে চট্টগ্রাম। আজ সেই মাহেন্দ্রক্ষণ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পলোগ্রাউন্ডে ভাষণ দিবেন। সেই উপলক্ষে পুরো নগরীতে যেন সাজসাজ রব। জনসভা পলোগ্রাউন্ডে হলেও প্রাচ্যের রানী চট্টগ্রামের আনাচে কানাচে উল্লাস। ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরা হয়েছে। জনসভাকে উপলক্ষ করে চট্টগ্রামে এসেছেন কেন্দ্রীয় নেতারা। সকাল থেকে দায়িত্বশীল নেতাদের সাথে বৈঠকের পাশাপাশি পলোগ্রাউন্ডও পরিদর্শন করেছেন। তারা জনসভা সফল করতে
নেতাদের বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আজ সকাল থেকেই নেতাকর্মীরা পলোগ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিবেন। মহানগরের নেতাকর্মীরা দুপুরের আগেই মাঠে প্রবেশ করবেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা নির্দিষ্ট জায়গায় অবস্থান নিয়ে সেখান থেকে মিছিল যোগে জনসভায় যাবেন। এজন্য উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা পৃথক পৃথক স্থানে জমায়েত হবেন। গেঞ্জি ও টুপি গায়ে জড়িয়ে নেতাকর্মীরা মাঠে অংশ নিবেন। প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লক্ষ মানুষের সমাগম ঘটাতে চায় আওয়ামী লীগ। এজন্য প্রতিটি উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটে প্রচারণা চালানো হয়েছে। দলীয় বর্ধিত সভা, কার্যনির্বাহী কমিটির সভা করে নেতাকর্মীদের উজ্জীবিত করা হয়েছে। অনেক জায়গা নেতাদের মধ্যে বিদ্যমান বিরোধ নিরসন করা হয়েছে।
পলোগ্রাউন্ড পরিদর্শনের পর সাংবাদিকদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক সাড়া জেগেছে, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেক বড় মাঠ, এখানে জাতির পিতা বঙ্গবন্ধু জনসভা করেছেন, জননেত্রী শেখ হাসিনাও জনসভা করেছেন। কানায় কানায় পূর্ণ জনসভা হয়েছে। অতীতেও মাঠ ছাড়িয়ে মানুষ বাইরে দাঁড়িয়েছে। আমরা যেভাবে সাড়া দেখতে পাচ্ছি, এবার মাঠের তুলনায় আট-দশগুণ বেশি মানুষ মাঠের বাইরে থাকতে হবে।’
সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘জনসভার সব প্রস্তুতি শেষ। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। চট্টলবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন। এবারের জনসভা চট্টগ্রামের ইতিহাসে সর্বকালের বৃহৎ জনসভা হবে বলে আমরা আশা করছি।’