নবপন্ডিত বিহারে বুদ্ধপূর্ণিমা উদ্যাপন

8

বৌদ্ধদের প্রধান ও জাতীয় উৎসব ত্রি-স্মৃতি বিজড়িত মহান বুদ্ধপূর্ণিমাকে কেন্দ্র করে বিশ্বে করোনামুক্ত ও বিশ্বশান্তি কামনায় গতকাল ২৬ মে নবপন্ডিত বিহারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে অধ্যক্ষ উপানন্দ মহাথের’র সভাপতিত্বে সকালে সংঘদান, বুদ্ধপূজা, দৃষ্টিনন্দন সিদ্ধার্থ প্রতিমূর্তি উদ্বোধন করা হয়। ভার্চুয়াল উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। ধর্মদেশনা করেন উপাধ্যক্ষ ভিক্ষু তনহংকর থেরো, রতনানন্দ ভিক্ষু, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, প্রফেসর ড.সুব্রত বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, শিক্ষক দীপংকর বড়ুয়া, মৃদুল বড়ুয়া সহ অতিথিবৃন্দ। বিকালে একক সদ্ধর্মদেশনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জ্ঞানরতœ মহাথেরো এবং দুপুরে নবপÐিত বিহারের আবাসিক মহানন্দ শ্রামণকে উপসম্পদা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি