নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের যুগপূর্তি

6

 

রাঙ্গুনিয়ার উত্তর পারুয়া নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের এক যুগপূর্তি উৎসব গত ১৪ অক্টোবর ওঁকার সনাতন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। উদ্বোধক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান ডা. নারায়ণ চন্দ্র মজুমদার। আশীর্বাদক ছিলেন রাঙ্গুনিয়া জয়রাম পরিষদের সভাপতি বিধান রায় বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বৈদিক পরিষদ উত্তর জেলার সভাপতি অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন উত্তর পারুয়া রাধামাধব মন্দিরের সভাপতি রতন দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন বৈদিক পরিষদ উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দে, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি সেন ও চট্টগ্রাম মহানগর বৈদিক পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু। উত্তর পারুয়া ওঁকার সনাতন মন্দিরের আহ্ববায়ক উৎপল কান্তি চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের সভাপতি বিদ্যুৎ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রসূন কুমার চৌধুরী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রান্ত চৌধুরী, প্রান্তি চৌধুরী, তমাল চৌধুরী দীপ্র, তৃষা দে, স্মৃতি দে, তনুশ্রী চৌধুরী, অন্নী চৌধুরী, প্রণিতা বিশ্বাস, ঐশী দাশ, তরী চৌধুরী, সায়ন দে, উপমা বসাক, ঋষিতা বসাক, প্রিয়াংকা আচার্য্য, তিথী বসাক, তিশমা বসাক, উম্মী বসাক, বিকাশ দাশ এবং নৃত্য পরিবেশন করেন মাম্পি দে, হিমাদ্রী চৌধুরী, রাজশ্রী বসাক। বিজ্ঞপ্তি