নদী ভাঙন রক্ষায় মোকামীপাড়াবাসীর শোকরানা মাহফিল

42

আওলাদে রাসুল (দ.) রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহর দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আন্তরিকতায় বাংলাদেশ সেনাবাহীনির ২০ ইঞ্জিনিয়ারিং কোরের (ইসিবি) এর তত্ত¡বধানে নদী ভাঙনরোধে তীর রক্ষাবাঁধ প্রকল্প বাস্তবায়ন করে ভাঙন ঝুঁকিতে থাকা বাসিন্দাদের বসতবাড়ী রক্ষা করায় শোকরানা মাহফিল করেছে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী গ্রামের বাসিন্দা পীর বদর শাহ আউলিয়া (র.) এর বংশধরেরা। গত শনিবার সামমাহালদার পাড়া জামে মসজিদে এ শোকরানা মাহফিল আয়োজন করা হয়। শোকরানা মাহফিলের কর্মসূচিতে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া মোনাজাত। পরে সামমাহালদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। উল্লেখ্য, ২০১২ সালে মোকামী পাড়ায় আয়োজিত একটি সুন্নী সমাবেশে নদী ভাঙন থেকে এলাকার বসতবাড়ী রক্ষায় দোয়া মোনাজাত করেছিলেন আওলাদে রাসুল (দ.) রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.)। এর ৬ বছর পরে মোকামী পাড়ার পুরো এলাকাজুড়ে সরকারি উদ্যোগে তীর রক্ষাবাঁধ প্রকল্প বাস্তবায়ন করা হলো। এ জন্য কৃতজ্ঞতা স্বরুপ এলাকাবাসি এই শোকরানা মাহফিল আয়োজন করেন। দোয়া মোনাজাতে রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা এস এম আইয়ুব বদরী। শোকরানা মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ নুর মুহাম্মদ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমদ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার প্রমুখ।