নতুন সময়সূচিতে সরকারি অফিস শুরু

7

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকার ঘোষিত সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্য়ন্ত সরকারি অফিসের র্কাযক্রম শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। গতকাল সরেজমিনে সরকারি বেশ কয়েকটি অফিসে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়েই কর্মকর্তা ও কর্মচারীরা হাজির হয়েছেন নিজ নিজ অফিসে। দুপুর আড়াইটায় নগরীর সিআরবির প্রধান কার্যালয়ে গেলে সেবাগ্রহীতাদের একজন খালেদা বেগম জানান, ‘জরুরি একটা কাজে এসেছি এবং সুন্দরভাবে আমার কাজটিও হলো’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানি তিনটার পর অফিস বন্ধ হবে তাই একটু আগেই বাসা থেকে বের হয়ে এসেছি। তেমন সমস্যা হয়নি, ধীরে ধীরে নতুন সময়সূচিতে অভ্যস্ত হয়ে যাবো আমরা।’
এদিকে সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়েও একই দৃশ্য দেখা গেছে। সকাল আটটায় সবাই হাজির হয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘সকাল আটটায় অফিস শুরু ও সেবা দেওয়ায় তেমন সমস্যা হচ্ছে না। সকল কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে এসেছেন।’