নতুন সম্ভাবনার হাতছানি প্রথমবার আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশ

15

আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের মূলপর্ব সারাবিশ্বে একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। গত ২৫ জুলাই জাপানের ওসাকা শহরে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় সর্বমোট ৭৯টি দেশের ৩২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং অবজার্বার হিসেবে উপস্থিত থাকবে ৬টি দেশের প্রতিনিধি। এই প্রথম বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করলো। প্রতিযোগিতা অনলাইনে সম্পন্ন হবে। বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয়েছে বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাবে। গতবছর অনুষ্ঠিত দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিযোগী হিসেবে এই চারজন প্রতিযোগী ৫৩তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ দলের এই তরুণরা হলো নটরডেম কলেজ, ঢাকা এর ছাত্র তাওহিদ মুহাম্মদ মুবাশ্বির, সাফওয়ান সাকিব, খালিদ হাসান তুহিন এবং সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল-ঢাকা, এর ছাত্র মাহিন কামাল সওদাগর।
বাংলাদেশ দলের সাথে মেন্টর, ইনভিজিলেটর, অবজার্বার হিসেবে দায়িত্ব পালন করছেন- চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. এন কে এম আকবর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সমিতির সেক্রেটারি প্রফেসর ড. মো. ইকবাল রউফ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. নূরনবী, বুয়েট রসায়ন বিভাগের শিক্ষক ড. চঞ্চল কুমার রায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. মো. আমিনুল হক। বিজ্ঞপ্তি