নতুন ভাইরাস ঠেকাতে ১৯ দেশে ফিলিপিন্সের ভ্রমণ নিষেধাজ্ঞা

7

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াচ্ছে ফিলিপিন্স। ১৯ টি দেশ এবং অঞ্চল থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত ভ্রমণ নিষিদ্ধ করছে দেশটি। ফিলিপিন্সের পরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে।
এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে এবং বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। নিষেধাজ্ঞার আওতায় ওই ১৯ দেশ থেকে ফিলিপিনো এবং বিদেশি কেউই ফিলিপিন্সে ঢুকতে পারবে না। একটি গ্রুপ টেক্সট মেসেজে সাংবাদিকদের একথা জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।
১৯টি দেশের মধ্যে আছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর এবং জাপান। যুক্তরাজ্যে প্রথম করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরন শনাক্ত হওয়ার পর ফিলিপিন্স এর আগে সেদেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছিল। পরে সে নিষেধাজ্ঞা মধ্য জানুয়ারি পর্যন্ত বাড়ানোও হয়। ব্রিটিশ বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন ধরনটিকে ‘ভিইউআই-২০২০১২/০১’ নামেই ডাকছেন।