নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে

47

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনিবার্হী সদস্য বেলাল ছাত্তার। মনছুরাবাদ পাসপোর্ট অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন এমপি।
প্রধান অতিথি বলেন, ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় শেখ মুজিব জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গবন্ধু এ দিশেহারা নির্যাতিত বাঙালি জাতিকে মুক্তির পথ দেখান। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাস্তবে রূপ দেন। আজ তাই সময় এসেছে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানানোর। প্রধান অতিথি আরও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর চিন্তা- চেতনা ও দর্শন সম্পর্কে সম্যক ধারণা দিয়ে দেশ গঠনের সহায়তা করার আহŸান জানান। পরে প্রধান অতিথি শিশুদের মাঝে ছোটদের শেখ মুজিব ও শিশুদের বঙ্গবন্ধু নামক বই বিতরণ করেন এবং শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন।
বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য কে বি এম শাহজাহান, সৈয়দ মো. জাকারিয়া, নুরুল আমিন, রেহানা বেগম রানু, শাহাবুদ্দিন সাবু, আব্দুস সামাদ, আব্দুল বারেক, এম.এ.হান্নান কাজল, সাইফুল ইসলাম সোহেল, মহিলা নেত্রী চেমন আরা বেগম, শামছুল ইসলাম, মহসিন মোরশেদ টিপু, মো. শামসুদ্দিন, মো. ইলিয়াছ, আনিচুর রহমান, আকবর আলী, মো. হোসেন, সেলিম মিয়া, ইলিয়াছ মিয়া যিশু, সাজ্জাদ আলী, জিয়া উদ্দিন রানা, দেলোয়ার হোসেন জুয়েল, আনোয়ার পারভেজ, মো. ফয়সাল, সাজ্জাদ হোসেন অপু, শাহজাহান আহমেদ সাজু, রিপন আহম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি