নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে হবে

17

 

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা বলেছেন, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলে আর ঠাঁই হবে না। দলের জন্য ত্যাগীরা কখনো বিদ্রোহী প্রার্থী হতে পারে না। নমিনেশন চেয়ে না পেলে, যাকে দেয়া হয়েছে তাকে জয়ী করার জন্য কাজ করতে হবে। দল থেকে বিদ্রোহী হলে বিএনপি-জামাত প্রার্থীদের জয়ী হওয়া সহজ হয়। তাই এটা দল কখনো মেনে নেবে না। জননেত্রী শেখ হাসিনার নিদের্শনা, দলের শৃংখলা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তবেই আওয়ামী লীগের আদর্শিক নেতা হওয়া সম্ভব। যারা দলের নিদের্শনা মানবেনা তারা বড় নেতা হওয়ার সুযোগ বঞ্চিত হবে। গত ১৫ জানুয়ারি মধ্যরাতে রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধু উৎসবের পঞ্চম দিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. সিরাজুল মোস্তফা এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশে^র নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। নতুন প্রজন্মকে সত্য ইতিহাস বলার জন্য, বঙ্গবন্ধুকে আদর্শিক ভাবে পরিচিত করার জন্যই বঙ্গবন্ধু উৎসব। বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনা। দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের শৃংখলা মানতে হবে। প্রধানমন্ত্রীর নিদের্শনা পালন করতে হবে। সরকার যা করবে, দলের পরিবারের সন্তান হিসেবে আমরা তার প্রচার-প্রচারণা চালাব। আওয়ামীলীগে অস্থির কোন মানুষের জায়গা নেই। আওয়ামীলীগ থেকে কেউ খালি হাতে ফিরবে না। তবে অপেক্ষা করতে হবে। ধর্য্য ধারণ করতে হবে। এবার না পেলোম আগামীবার পাবো। সেবারও না পেলাম, পরের বার পাবো। যে ধৈর্য ধরবে, সে আওয়ামী লীগ থেকে শূণ্য হাতে ফেরে না। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদ্যাপন পরিষদের মহাসচিব রিয়াজ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এড. রনজিত দাশ, কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, প্রবীন জেলা আওয়ামীলীগ নেতা রফিক আহমদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ, বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য তছলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মেম্বার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ মিন্টু। অনুষ্ঠানে বঙ্গবন্ধু উৎসব মঞ্চে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ, সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মুসরাত জাহান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি মিজানুল হক রাজা, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশন রামু উপজেলার সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল বিন হোছাইন প্রমুখ। আলোচনা সভার পরে নাট্যকর্মী পুলক বড়ুয়া, তাপস মল্লিক ও দীপক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সংগীত শিল্পী মানসী বড়ুয়া। একক সংগীত পরিবেশন করেন, ইসকান্দর মির্জা। দলীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়, কক্সবাজারের হেমন্তিকা শিল্পী গোষ্ঠী, রামুর সরগমালয় ও ব্যান্ড রম্যভূমি। এ ছাড়াও রাতে বঙ্গবন্ধু উৎসব মঞ্চে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।