নতুন করে জমি পাচ্ছেন ফুটবলার আঁখি খাতুন

12

 

বছর কয়েক আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি পেয়েছিলেন জাতীয় নারী দলের নির্ভরযোগ্য ফুটবলার আঁখি খাতুন। কিন্তু নানান জটিলতায় তা বুঝে পাননি। এবার নতুন করে জমি পেতে যাচ্ছেন। আজ (রবিবার) জেলা প্রশাসনের কাছ থেকে আট শতাংশ বা প্রায় পাঁচ কাঠার ওপর জমি পেতে যাচ্ছেন আঁখি। গতকাল (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে সিরাজগঞ্জের সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে এমন ঘোষণা দেওয়া হয়। সাব-রেজিস্ট্রার সামিউল ইসলাম বলেছেন, ‘আঁখি খাতুন শাহজাদপুরের কৃতি সন্তান। ফুটবল দলের গর্বিত সদস্য। তাকে আট শতাংশ বা প্রায় পাঁচ কাঠার ওপর জমি দেওয়া হচ্ছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে।’ জাতীয় দলের ডিফেন্ডার আঁখি নতুন করে জমি পেয়ে বেশ খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে এই ফুটবল তারকা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এই উপহার ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।’