নতুন আবেগে পর্দায় ফিরছে পুরনো ‘অ্যাভাটার’

8

দর্শকদের নিশ্চয়ই মনে আছে জেমস ক্যামেরন নির্মিত ‘অ্যাভাটার’ চলচ্চিত্রের কথা। ১৩ বছর আগে মুক্তি পাওয়া সেই সিনেমা এ পর্যন্ত চলচ্চিত্র জগতের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রেখেছে। ২০০৯ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ‘অ্যাভাটার’। সুখবর হলো, ১৬ ডিসেম্বর সেই অপেক্ষার অবসান ঘটাতে পর্দায় আসছে নতুন পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। তবে তার আগেই নতুন আবেগে পর্দায় ফিরছে পুরনো ‘অ্যাভাটার’। ২৩ সেপ্টেম্বর আবারও মুক্তি পাচ্ছে রেকর্ড গড়া এই ছবি। এবার ছবিটি দেখানো হবে ফোরকে (৪কে) হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে।
তবে মাত্র দুই সপ্তাহ ছবিটি প্রদর্শনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি দেখতে পারবেন দর্শকরা। এমনটাই নিশ্চিত করেন মাল্টিপ্লেক্সটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।