নতজানু পররাষ্ট্র নীতির ফলে চড়াও মিয়ানমার

36

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ‘নতজানু’ পররাষ্ট্র নীতির কারণেই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার তাদের মানচিত্রে নিজেদের অংশ দেখাচ্ছে।
মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ হিসেবে দেখানোয় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে সরকারের প্রতিবাদ জানানোর প্রেক্ষাপটে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
রিজভী বলেন, বারবার মিয়ানমার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সেদেশের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে নিজের অংশ হিসেবে দেখাচ্ছে।
নতজানু পররাষ্ট্র নীতির কারণে মিয়ানমার বাংলাদেশকে নিয়ে দুঃসাহস দেখাতে স্পর্ধা দেখাচ্ছে। মিডনাইট ভোটের সরকার বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ক্রমাগত ব্যর্থ হচ্ছে।
সরকারের উদ্দেশে বিএনপি নেতা বলেন, শুধু দূতকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না। একবার নয়, কয়েকবার একই ঘটনা মিয়ানমার ঘটিয়েছে। গণবিচ্ছিন্ন সরকার কেবল নামকাওয়াস্তে প্রতিবাদ করে চুপ হয়ে যায়। মিয়ানমারের তৎপরতার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের দাবি জানান তিনি। খবর বিডিনিউজের
রোহিঙ্গা সমস্যায়ও সরকারের ‘নতজানু’ পররাষ্ট্র নীতির কারণেই সমাধান আসছে না বলে মন্তব্য করেন রিজভী।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গুলিবর্ষণের পর নিহতদের আসামি করে বিজিবির মামলা দায়েরের নিন্দা জানান বিএনপি নেতা রিজভী। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিহতদের পরিবারে যখন শোকের মাতম চলছে, তখন নিহতদের নামে আবার মামলা দেওয়া হয়েছে। রক্ষকরাই এখন ভক্ষক হয়ে উঠেছে। মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের যেন সরকারের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে।
সীমান্ত পাহারা দেওয়ার কাজ বিজিবির। তারা সীমান্ত পাহারা না দিয়ে বিএসএফের মতোই বাংলাদেশিদের হত্যা করছে। প্রতিদিনই বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, অথচ বিজিবি এ বিষয়ে নির্বিকার।
মিডনাইট সরকারকে সহায়তা করার জন্যই পুলিশ র‌্যাবের মতো বিজিবিও সেই অপকর্মে জড়িয়ে পড়েছিল।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে নোয়াখালীর সেনবাগের গ্রামে রোখসানার উপর আওয়ামী লীগের হামলার নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন।