‘নট ভেরি গুড’ জেলা ফুটবল নিয়ে সালাউদ্দিন

55

জেলা ফুটবলের অবস্থা বেহাল। লিগ হয় না নিয়মিত। কোনো কোনো জেলা লিগ না করার কারণ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানানোর প্রয়োজনবোধ করেন না! গত অক্টোবরে নির্বাচনে জয়ের পরই জেলা ফুটবল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ছয় মাস পরের মূল্যায়নে বাফুফে সভাপতি জেলা ফুটবলের অবস্থা নিয়ে বললেন ‘নট ভেরি গুড।’ চলতি বছর এ পর্যন্ত ১৩টি জেলা লিগ সম্পন্ন করেছে। খেলা শুরুর পর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রাম ও বগুড়া স্থগিত রেখেছে। লিগ চলছে তিন জেলায়। চলতি মার্চে ১২টি এবং আগামী এপ্রিলে ২টি, মে সাসে ৪টি এবং জুনে ১টি জেলায় খেলা শুরুর কথা। লিগ শুরু নিয়ে ২০টি জেলা বাফুফেকে এখনও কোনো তথ্য দেয়নি। নানামুখী সমস্যায় আটকে আছে ৭ জেলার খেলা। সব মিলিয়ে বুধবার কমিটির বৈঠক শেষে হতাশার কথা জানান সালাউদ্দিন; যিনি জেলা লিগ কমিটিরও চেয়ারম্যান।
“জেলা লিগের চিত্র খুব একটা ভালো নয়। জেলাগুলো খেলার চেয়ে নির্বাচন নিয়েই বেশি আগ্রহী। সব জেলার চিত্র এমন নয়। তবে বেশিরভাগ জেলা অকার্যকর। আমার বার্তা হলো ফুটবল গোটা দেশে হতে হবে। আপনারা যারা যেখানে আছেন, যারা যে দায়িত্ব নিয়েছেন আপনারা আপনাদের কর্তব্য করেন। আমরা আমাদের কর্তব্য করব। সবাই যদি সবার কর্তব্য করি, তাইলেই কেবল ফুটবল এই দেশে হবে।”