নগর জাপার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অভিমত নির্বাচন প্রশ্নে মতবিরোধ গণতন্ত্রের জন্য হুমকি

12

চকবাজারস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জাপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কে.এম আবছার উদ্দিন রনির সঞ্চালনায় ৪ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, মো. সালামত আলী, মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক ছগির আহমদ, সাংগঠনিক সম্পাদক (২) জহুর উদ্দিন জহির, নগর মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান, নগর কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, নগর যুবসংহতির সিনিয়র যুগ্ম আহŸায়ক কায়সার হামিদ মুন্না, নগর জাপা নেতা ফিরোজ কবির লিটন, নগর ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, নগর ওলামা পার্টির সদস্য সচিব মো. রবিউল হোসেন, আলী হোসেন মোহব্বত, মো. আবদুল গণি, সার্জেন্ট আবু তাহের, এড. মো. সেলিম, শেখ আকতার, কাজী ফজলে হাসান শাহীন, হাজী জানে আলম, সালেহ্ আহমদ ভ‚ঁইয়া, কাজল চৌধুরী, নুরুল হুদা জুজু, মো. সেলিম উদ্দিন, আবদুর রব, হাফেজ খয়রাত হোসেন, আশিকুর রহমান, মো. বেলাল, সাঈফুল ইসলাম, মো. সাকের, মহিলা পার্টি নেত্রী পিয়া আক্তার মুক্তা, পারুল আক্তার, মনোয়ারা বক্স, মো. নুরুল ইসলাম, হাজী আলী আকবর, মো. ইব্রাহিম প্রমুখ। সভাপতির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, সরকার আর গণতন্ত্র আজ মুখোমুখি। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলের মত বিরোধ গণতন্ত্রের জন্য চরম হুমকি। জনগণ আজ অসহায় একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে আর একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসতে দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। দেশের নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা হারিয়ে গেছে। ভোট কেন্দ্র হয়েছে মানুষ শূন্য। নির্বাচনগুলোতে জনগণ অংশ গ্রহণ করছেন না। ভোটারেরা কেন্দ্রে যাচ্ছে না ভোট দিতে। এক কথায় নির্বাচন নিয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আবার মাঝে মাঝে নিলর্জ্জহীনভাবে সরকারি দলীয় নেতারা হুঙ্কার দিয়ে বলে কোন শক্তি নাকি তাদের ক্ষমতা থেকে সরাতে পারবে না। জনগণের প্রশ্ন নমরুদ ও ফেরাউন এর কথা আওয়ামী লীগ নেতাদের মনে পড়ে? অনুতপ্ত ও দুঃখের বিষয় হলো স্বাধীনতার ৫০ বছরেও এমন পরিস্থিতিতে, জনগণ বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরী হয়ে আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিয়ে জনগণের আশার প্রতিফলন ঘটাতে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে সরকার গঠনের জন্য মাঠে ময়দানে জাতীয় পার্টি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি