নগর ছাত্রদলের বিক্ষোভ আটক নেতাদের মুক্তি দাবি

73

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনচেতা লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত বিক্ষোভ সমাবেশে গত রবিবার সকালে ছাত্রদল নেতাকর্মীদের উপর পুলিশের নগ্ন হামলা এবং কারাগারে আটককৃত মহানগর ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল। গত ১ মার্চ বিকাল ৩টায় নগরীর জেলা পরিষদ চত্বর হতে মিছিলটি শুরু হয়ে লালদিঘীর পাড় ও সিনেমা প্যালেস মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সাহেদ’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল হাসান রানা, ইয়াকুব আলী জুয়েল, মোহাম্মদ হানিফ, কাইয়মুর রশিদ বাবু, ওমর কাইয়ুম, ইমতিয়াজ উদ্দিন অপু, মোরশেদ ফয়সাল, ইমাম হোসেন আবির, সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, আরিফ উল্লাহ মো. নোমান, এনামুল হক সজীব, মোহাম্মদ বিন মাহির, গিয়াস উদ্দিন সারজিল, হামিদ হোসেন হামিদ, মো. রিদুয়ান, মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ আলফাজ ও আনোয়ার হোসেন বাপ্পি ও মো. মোস্তফা কামাল প্রমুখ। সমাবেশ থেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নওশাদ আল জাশেদুর রহমান, নিয়াজ মোরশেদ খান, জিয়া উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান বাবু, সাবেক যুগ্ম সম্পাদক কামরুল কুতুবী, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ’র নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি