নগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সভা

22

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ¦ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন দীর্ঘদিন ধরে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ। অসংখ্য গ্রাহক থেকে নেয়া ডিমান্ড নোটগুলি ফাইল চাপা পড়ে আছে। গ্রাহক হয়রানী বরাবরই বলবৎ রয়েছে। ভোক্তাশ্রেনীর দুর্ভোগ ভোগান্তি হলেও প্রতিকারে নেই কোন অগ্রগতি। কর্তৃপক্ষের উদাসীন মনোভাব ভোক্তাদের ক্রমাগত হতাশায় নিমজ্জিত করছে। গ্যাস সংযোগ এর জন্য গ্রাহকের নিকট থেকে টাকা নেয়া হলেও কোনভাবেই অনিশ্চয়তা কাটছে না । ফলে ক্রমাগতভাবে ভোক্তাশ্রেনীদের মনে ক্ষোভের সঞ্চার করছে। যেসব ভোক্তাদের ডিমান্ড নোট জমা আছে অবিলম্বে তাদের গ্যাস সংযোগ প্রদান সহ নতুন সংযোগ স্থাপন এর জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এবং চলমান করোনাকালীন গ্যাস বিলে সংযুক্ত বিলম্ব ফি মওকুফ করে জনস্বার্থে কিস্তিতে পরিশোধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন। তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সাধারন সভায় সভাপতি বক্তব্য রাখছিলেন সভায় গৃহীত অপর এক প্রস্তাবে চট্টগ্রাম নগরীতে বাস্তবায়নাধীন মেগাপ্রকল্প সমূহের ধীরগতিতে তথা জলবদ্ধতা নিরসনে অদ্যবধি কোন কিনারা না হওয়াতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় নগর সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী বলেন করোনা সময়ে ব্যবসা-বানিজ্যসহ সবকিছু স্থবির, এক্ষেত্রে আবাসিক ভাড়াটিয়াদের নিয়মিত ভাড়া চালানো খুবই কষ্টসাধ্য। তাই ভাড়াটিয়াদের ৫০% ভাড়া হৃাস করনের জন্য বিশেষ নির্দেশনা জারি করার কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। গত ১৫ জুলাই ২০২০ বুধবার বিকাল ৩টায় দামপাড়া ইম্যাম মানসনস্থ দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর শাখার সাধারন সভা নগর সভাপতি আলহাজ¦ এইচ এম মুজিবুল হক শুক্কুর’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর সাধারন সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, সহ-সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এম এম মঈনউদ্দিন চৌধুরী হালিম, দপ্তর সম্পাদক মাওলানা মহিউদ্দিন তাহেরী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মাসুদ করিম, এম শাহাদাত হোসেন রুবেল, শাহ্জাদা মঈনদ্দিন চৌধুরী, দিদারুল আলম, ইসলামী ছাত্রসেনা নগর সভাপতি কাজী সুলতান আহমদ, সাধারন সম্পাদক এম এম হাফেজ মনিরউদ্দিন প্রমূখ।