নগর আ.লীগের বর্ধিত সভায় সম্মেলনসহ আসছে নানা সিদ্ধান্ত

27

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রের নির্দেশনা পাওয়ার পর সংগঠন গুছাতে জোরেশোরে মাঠে নেমেছে নগর আওয়ামী লীগ। গত ১৫ দিনের ব্যবধানে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে তিনদফা বৈঠকে বসেন নেতারা। নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মধ্যে সদস্য সংগ্রহ, ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাওয়া নগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকেই এসব সিদ্ধান্তের বিষয়ে তৃণমূল নেতাদের জানিয়ে দেয়া হবে। ইতোমধ্যে বর্ধিত সভায় উপস্থিত হওয়াসহ বেশ কিছু সাংগঠনিক নির্দেশনা দিয়ে নগর আওয়ামী লীগের পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে চিঠি পাঠানো হয়েছে।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক পূর্বদেশকে বলেন, ‘আমরা একটি যৌথসভা করেছি। এ সভার সিদ্ধান্ত মোতাবেক ওয়ার্ডে সাংগঠনিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১৯ সেপ্টেম্বর বর্ধিত সভায় উপস্থিত হওয়ার জন্য নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে। সভায় ওয়ার্ড-থানার সভাপতি, সাধারণ সম্পাদক, আহব্বায়ক, যুগ্ম আহব্বায়কসহ নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত থাকবেন। আসন্ন বর্ধিত সভা থেকেই নগর আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। এর মধ্যে সম্মেলনের বিষয়টি জোরেশোরেই আলোচনা হবে।’ এদিকে নগর আওয়ামী লীগের নেতারা সম্মেলন করে সংগঠন গুছানোর উদ্যোগ নিলেও তা আদৌ আলোর মুখ দেখবে কিনা এ নিয়ে সন্দিহান তৃণমূলের নেতাকর্মীরা। ওয়ার্ড আওয়ামী লীগের দুইজন সভাপতি বলেন, ‘অতীতে অনেকবার এমন সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হলেও তার সুফল মিলেনি। সভার পর সভা করে সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও সম্মেলন হয়নি। এমনকি কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশনাও কানে নেয়নি। এবারের চলমান কার্যক্রম যাতে বাস্তবরূপ পায় সেই কামনাই করছি।’