নগরে শীতবস্ত্র বিতরণ

7

পাঁচলাইশ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক নাঈম আশরাফের উদ্যোগে নগরীর পাঁচলাইশ থানার খতিবেরহাট মনুমিয়া মুন্সির বাড়ি প্রাঙ্গণে ৫০০ গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. ফিরোজ এবং সঞ্চালনায় ছিলেন মো. তৌহিদুল ইসলাম রনি। উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রহিম, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, নগর স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাপ্পী, নগর যুবলীগের সাবেক সদস্য জাবেদুল আলম সুমন, আলমগীর কবীর, মঈন উদ্দিন, নগর ছাত্রলীগের সহ সভাপতি মিথুন মল্লিক, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক সায়েম তালুকদার, সহ সম্পাদক ইরফানুল হক বাপ্পী, জামাল উদ্দিন, সদস্য সৈয়দ উজ্জ্বল সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পাঞ্চজন্য কেন্দ্রীয় কমিটি

পাঞ্চজন্য গীতা পাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ জানুয়ারি নন্দনকানন তুলসীধামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক চেরাগি পাহাড় শাখার ম্যানেজার মৃনাল সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ চÐীমঠ সত্যনারায়ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিজয়ানন্দ মহারাজ, উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, শিক্ষক উত্তম চক্রবর্ত্তী, সভাপতি প্রদর্শন দেবনাথ, সহ-সভাপতি অমিত সেনগুপ্ত, টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্ত্তী, অর্থ সম্পাদক মিশন দত্ত সপু, ত্রাণ সম্পাদক কাঞ্চন সূত্রধর। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, পাঞ্চজন্য’র দরিদ্র সেবা কার্যক্রমের অংশ হিসেবে সকল উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি