নগরে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত

10

 

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনরত গ্লোবাল ক্লাইমেট স্টাইক কর্মসূচির সঙ্গে একমত প্রকাশ করে নগরে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছে তরুণ-তরুণীরা।
শুক্রবার দুপুর ৩টায় নানা দাবী সম্বলিত প্লে-কার্ড ও পোস্টার নিয়ে র‌্যালি জামাল খান প্রেস ক্লাবের সামনে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস চট্টগ্রাম টিম ও বিটার অ্যাকশন ফর ইমপেক্ট প্রজেক্টের ৭টি সংগঠন থেকে প্রায় ১০০ জন ইয়ুথ।
জলবায়ু ধর্মঘটের মূল বিষয় হচ্ছে, নিয়ম উপড়ে ফেলা অর্থাৎ বৈষম্যমূলক নীতি অবদমন থেকে পৃথিবী এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সুরক্ষিত রাখা। অ্যাকশন এইড এর সহযোগীতায় বিটা ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস যৌথভাবে কর্মসূচি আয়োজন করে।
বিটা’র ইয়ুথ দলের সভাপতি তানভীর মাহমুদ, সাফার আহমেদ, রমিজা সুলতানা (প্রমি), মো. কাউসার এসময় বক্তব্য দেন।
বক্তব্য দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস চট্টগ্রাম টিমের জেলা সমন্বয়কারী মো. নাহিদ হোসেন সহ বিভিন্ন পরিবেশবান্ধব সংগঠনের নেতারা। বিজ্ঞপ্তি