নগরে কারবালা মাহফিল প্রস্তুতি কমিটির সভা

76

আহলে বায়েত আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য ১০দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল সর্ববৃহৎ রূপ লাভ করবে। এ মাহফিলে মিশর, লেবানন, ভারত, পাকিস্থান, শ্রীলংকা, কুয়ালালামপুর সহ বিশ্বখ্যাত ইসলামী স্কলাররা উপস্থিত থেকে ইসলামের মূলধারা সম্পর্কে দিক নির্দেশনামুলক বক্তব্য দেবেন। মাহফিলে উপস্থিত থাকবেন শাহসুফী সৈয়দ মুহম্মদ সাবির শাহ ও শাহজাদা আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ, বড়পীর হযরত শাহসুফী সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.) বংশধর শাহসুফী সৈয়দ আফিফ আবদুল কাদের মনসুর আল-জিলানী আল-বাগদাদী, শাহসূফী সৈয়দ মুহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী, প্রফেসর ড. ইউস্রি রুশদী জাবর আল-হাসানী আল-আজহারী, আল্লামা সৈয়দ মুহম্মদ হাসেমী মিয়া আশরাফী আল-জিলানী আস-সিমনানী, সৈয়দ মুহাম্মদ নুরানী আশরাফ আশরাফী আলজিলানী আল-সিমনানী, প্রফেসর সৈয়দ জামাল শাক্কার আল-হোসাইনী আল-হাসেনী, আল্লামা মুহাম্মদ ইহসান ইকবাল আলকাদেরী, খতিবে লাসানী আকবার ইহসানী ও মৌলানা মুহম্মদ নুর রহমান বরকাতী।
শাহাদাতে কারবালা মাহফিল প্রস্তুতি কমিটির সভা গত ১৮ আগস্ট সন্ধ্যায় জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়। সুফী মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পেয়ার মোহাম্মদ কমিশনার, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল হামিদ, মাহাবুব খান, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ খোরশেদুর রহমান, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, মোহম্মদ সাইফুদ্দিন, ড. মুহাম্মদ জাফর উল্লাহ, সৈয়দ আবদুল লতিফ, প্রফেসর কামাল উদ্দিন, মোহাম্মদ আবদুল হাই মাসুম, মুহম্মদ দিলশাদ আহমদ, এস এম সফি, ব্যাংকার সালামত উল্লাহ, সৈয়দ সিরাজদৌলা, হাফেজ মাওলানা আহমদুল হক, মোহাম্মদ মাহবুবুল আলম, মো. ফরিদ মিয়া, মওলানা জিয়াউল হক, খোরশেদ আলী চৌধুরী ও মোহাম্মদ লিয়াকত আলী সহ পরিষদের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি