নগরে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

32

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশ নিয়ে সচেতন ওলামায়ে কেরামকে ভাবতে হবে এবং হিংসা বিদ্বেষ পরিহার করে সকলকে ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। প্রতিহিংসার রাজনীতি কারো কাম্য হতে পারে না। ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এখন সময়ের দাবি। ১৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদে আব্দুল্লাহ কনভেনশন সেন্টারে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মাওলানা মনসুরুল হক জিহাদীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শেখ আমজাদ হোসেনের সঞ্চালনায় বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য দেন আল্লামা আশরাফ আলী নিজামপুরী, আল্লামা ফুরকানুল্লাহ খলিল, আল্লামা লোকমান হোসাইন, প্রফেসর ড. নুরুল আমিন নুরী, অধ্যাপক ড. শহিদুল হক, সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী, আল্লামা ড. বেলাল নূর আজিজি, মাওলানা গাজী আতাউর রহমান, আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, আল্লামা হাসান মুরাদাবাদী, জান্নাতুল ইসলাম, আবুল কাশেম মাতব্বর, মোহাম্মদ আল ইকবালসহ ওলামা মাশায়েখবৃন্দ। বিজ্ঞপ্তি