নগরীর ৬ নম্বর ওয়ার্ডে মুজিববর্ষ উদযাপনের মতবিনিময়সভা

49

চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন ৬ ওয়ার্ডের মুজিব বর্ষ পালন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের সাথে মতবিনিময় সভা ৪ মার্চ বুধবার বিকেলে স্বাধীনতা পার্ক মিলনায়নে অনুষ্ঠিত হয়।
মুজিব বর্ষ উদযাপন পরিষদের আহবায়ক চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতিক, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুর মোহাম্মদ নুরু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড মোহরা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজি রাশেদ আলি জাহাঙ্গীর, কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, অধ্যাপক সিরাজুল আলম, মোজাফফর আহমদ চৌধুরী, এস এম ঈসা, মঞ্জুর হোসেন, ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আইয়ুব খান, নিজাম উদ্দিন নিঝু, ৫ নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক নাজিম উদ্দীন চৌধুরী, জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অলিদ চৌধুরী, সাখাওয়াত হোসেন সাকু, আবু সাদাত মোহাম্মদ সায়েমসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোছলেম উদ্দীন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে আমি সকলকে নিয়ে সকলের গঠনমূলক পরামর্শ মোতাবেক কাজ করে যাব। সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্যও আমি অতীতের মত কাজ করে যাব। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৭ মার্চ বিকালে উৎসবমূখর পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে শিশু-কিশোরদের নিয়ে চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর ও আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড সহ ৬ ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ যৌথ উদ্যোগে নগরীর স্বাধীনতা পার্কে মুজিব বর্ষ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি