নগরীর ১৫ থানা বিএনপি নেতৃবৃন্দের প্রতিবাদ

66

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজসহ আরো অজ্ঞাতনামা ২০- ৩০ জনের নামে চান্দগাঁও থানায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলা দায়ের করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম মহানগরীর ১৫ থানা বিএনপির নেতৃবৃন্দ। কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচলাইশ থানার সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাধারণ সম্পাদক মনির আহম্মেদ চৌধুরী, বাকলিয়া থানার সভাপতি ফরিদ আহম্মেদ মুন্সী, সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহিন, চাঁন্দগাও থানার সভাপতি কাউন্সিলর মোঃ আজম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন খান, বায়েজিদ থানার সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, আকবর শাহ থানার সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জিয়া, হালিশহর থানার সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চকবাজার থানার সাধারণ সম্পাদক নুর হোসাইন, সদরঘাট থানার সভাপতি মোঃ সালাউদ্দীন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ডবলমোরিং থানার সভাপতি মোঃ সেকান্দর, সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, বন্দর থানার সভাপতি মোঃ হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, ইপিজেড থানার সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাধারণ সম্পাদক রোকন উদ্দীন মাহমুদ, পতেঙ্গা থানার সভাপতি ডাঃ নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো সাহাবুদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও তার ব্যক্তিত্ব ক্ষুন্ন করতেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারের প্রত্যক্ষ মদদে কতিপয় ব্যক্তি ডা. শাহাদতের জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। ডা. শাহাদত একজন পেশাজীবী চিকিৎসক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় চট্টগ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে উঠছে। যে ঘটনার ভিত্তিতে ডা. শাহাদাতের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার সাথে তিনি কোনভাবেই জড়িত নয়। তিনি যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য নগর বিএনপিকে সুসংগঠিত করছেন, অভ্যন্তরীণভাবে দলের নেতৃত্বকে ঢেলে সাজাচ্ছেন তখনই তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা জাতীয় রাজনীতির ষড়যন্ত্রেরই অংশ। বিএনপির পরিচয়দানকারী কথিত নেতা নুরুল আনোয়ার সরকারের সাথে আঁতাত করার মাধ্যমে ডা. শাহাদাত হোসেনের মত ক্লিন ইমজের নেতার নামে মামলা দায়ের করেছেন। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষে ডা. শাহাদাত হোসেনের মত সজ্জন লোকের নাম জড়িয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।