নগরীর ১৫০ বীর মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসনের উপহার বিতরণ

17

 

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের অধীনে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। অনুষ্ঠানের শুরুতে সরকার, দেশ ও জাতির কল্যাণ কামনা ও করোনা থেকে রক্ষায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ধন্যবাদ জানান কমান্ডার মোজাফফর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, পাঁচলাইশ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহামদ, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দিন, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম উল্ল্যাহ, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুফ, হালিশহর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, বন্দর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, ইপিজেড থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ মন্নান খান, বীর মুক্তিযোদ্ধা সবুর আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল শুক্কুর, বীর মুক্তিযোদ্ধা রমজান মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুব, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব কায়েস, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, সদস্য মো. শফিকুল মুনির প্রমুখ। বিজ্ঞপ্তি